বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধি: গতকাল মুক্তাগাছা, পদুরবাড়ি বাজার এর উদ্দোগে আন্দোলন পরবর্তী কার্যক্রম নিয়ে পদুরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দলন কারি ছাত্র দের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ বুলবুল এর ডাকে সাড়া দিয়ে আশেপাশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ ও ছাত্ররা একত্রিত হয়। আলোচনা সভায় তারা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র- ছাত্রীসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন এবং অসুস্থদের সুস্থতা কামনা করেন। উক্ত আলোচনা সভায় তারা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরো বলেন দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে তারা আপোষহীন কাজ করে যাবেন। সমন্বয়করা আরো জানান আমাদের আন্দোলন শেষ হয়নি দেশকে সৈরশাসকের হাত থেকে মুক্ত করার মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে। কোন ব্যক্তি দুর্নীতি করলে সকলের সামনে প্রমাণসহ উপস্থাপন করবে বলে সবাইকে সচেতন থাকতে বলেন ও সব শেষে আনন্দলন কারি ছাত্রদের নিয়ে একটি কমিটি করা হয়। সকল শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে কাজ করতে বলা হয় উক্ত কমিটির সদস্যদের।