রাজিব জোয়ার্দ্দারঃ
পাবনা বেড়া উপজেলা যুবদলের আহবায়ক রাজ্জাক ফকিরের উপর সন্ত্রাসী হামলা, অফিস ভাংচুর ও দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সন্ত্রাসীদের এলোপাথারী মারপিটে যুবদলের আহবায়ক রাজ্জাক ফকিরসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। নগরবাড়ি ঘাট এলাকায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন স্থানীয় এক বিএনপি নেতা। এই দোকানটি জনৈক মহিলার কাছ থেকে স্ট্যাম্পে লিখে নিয়েছেন দাবি করে তা দখল করতে আসেন স্থানীয় বিএনপি নেতা পরিচয়ে শরিফুল ইসলাম মিন্টু ও মফির নেতৃত্বে ৩০/৪০ জন স্বশস্ত্র যুবক । তারা স্বশস্ত্র অবস্থায় ওই দোকান দখল করতে যায়। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে দোকান দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে যুবদলের আহবায়ক রাজ্জাক ফকির (৪৫)সহ তার ভাই মানিক ফকির(৫৫) পিতা মরহুম হামিদ ফকির, কোহিনুর হোসেন (৩০) পিতা কোবাদ সেখ, মুক্তার সেখ (৫৭) পিতা জয়েন শেখ মুমূর্ষ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজ্জাক ফকির জানায়, বিএনপির নেতা পরিচয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, জিআই পাইপ, হাসুয়া, টাঙ্গি, লোহার রড নিয়ে সঙ্গবদ্ধ হয়ে আমাদের উপর হামলা করে এলোপাথারি মারপিট করে এবং অফিস ভাংচুর ও দোকান লুটপাট করে ৭/৮ টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে চলে যায়।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।