বিসিএস প্রশাসন ক্যাডারে দাকোপের মেধাবী সন্তান মো: মোরসালিন তুরাগ
মোঃ শামীম হোসেন - খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
অভিনন্দন সদ্য প্রকাশিত ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের গর্বিত পিতা মো: জলিল ও গর্বিত মাতা শামীমা হকের মেধাবী ও কৃতি সন্তান মো: মোরসালিন তুরাগ। দাকোপ বাসীর জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় যে, মো: মোরসালিন তুরাগ প্রশাসন ক্যাডারে মেধাতালিকায় ১০৬ তম স্থান অধিকার করেছেন। একান্ত আলাপচারিতায়
মো: মোরসালিন তুরাগ বলেন "৪১তম বিসিএস ছিল আমার প্রথম বিসিএস। তাই বিসিএসটা নিয়ে আমার এক্সপেক্টেশন সব থেকে বেশী ছিল। সব থেকে বেশি এফোর্ট এই বিসিএসেই দিয়েছিলাম। যখন প্রথম রেজাল্ট শিটে নিজের রোল নম্বর দেখি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বেশ কয়েকজনকে দিয়ে আমার রোল নম্বরটা চেক করিয়েছি। যখন সত্যিই বিশ্বাস করাতে পেরেছি নিজেকে, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিলো আমার চার বছরের পরিশ্রম অবশেষে সার্থক। আল্লাহ আমাকে নিরাশ করেন নাই"। মো: মোরসালিন তুরাগ তরুনদের উদ্দেশ্য বলেন, "বিসিএস এর জার্নি বর্তমানে অনেক সময়সাপেক্ষ এবং তীব্র প্রতিযোগিতামূলক। এই জার্নির সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হলো ধৈর্য । তাই নতুন বিসিএস প্রত্যাশীদের উদ্দেশ্যে বলতে চাই, বিসিএস প্রিপারেশন এর সময়টাতে পরিশ্রম ও ডেডিকেশন এর পাশাপাশি ধৈর্যশীল ও হতে হবে"। উল্লেখ্য, মো: মোরসালিন তুরাগ পড়ালেখা করেছেন ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে সফলতার সাথে এসএসসি, দেশের সেরা কলেজ নটরডেম কলেজ, ঢাকা থেকে সফলতার সাথে উচ্চ মাধ্যমিক শেষ করেন। ভর্তিযুদ্ধে সফল হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি শেষ করেন। তার এই অসাধারণ ফলাফলের জন্য দাকোপবাসীর পক্ষ থেকে মো: মোরসালিন তুরাগ অভিনন্দন ও শুভকামনা রইল।