রুমন জোয়ার্দ্দার জনীঃ বিশেষ প্রতিনিধিঃ
ভূমি দস্যু রহিম ওরফে মলি, আব্দুল হাকিম এবং মাহবুব ওরফে বকুল আতঙ্কে অতিষ্ঠ এলাকাবাসী।
তাদের বিরুদ্ধে অভিযোগ, মসজিদের নামে নবাবের ওয়াকফ দানকৃত ১৫ শতাংশ জমি, ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোর করে দখল করেন । তারা হলেন,সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরাইন নয়াপাড়া, এলাকার, জিন্নাহ মিয়ার ছেলে রহিম ওরফে মলি,
মৃত শুকুর মিয়া ছেলেআব্দুল হাকিম,বিরুলিয়া বাগ্রিবাড়ী এলাকার মালেক মিয়ার ছেলে মাহবুব ওরফে বকুল ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন এর আকরাইন গ্রামে নবাবের ওয়াকফ দান সূত্রে মসজিদের জমি দির্ঘদিন ধরে জোর পূর্বক দখল নেওয়ার চেষ্টা করে আসছেন তারা।
আগে থেকেই তাদের বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযোগ, এলাকায় ত্রাসের রাজত্ব সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তারা। বর্তমানে ওই এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
চিহ্নিত এই ভূমি দস্যু মলি,আব্দুল হাকিম এবং বকুল’র বিরুদ্ধে সাভার থানায় একাধিকবার অভিযোগ করেও কোন সমাধান পায়নি ভুক্তভোগীরা।
বর্তমানে এই মসজিদ কমিটির করা সাভার মডেল থানায় অভিযোগ থাকলেও তেমন কোন ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
এ বিষয়ে , মসজিদ কমিটির সভাপতি আব্দুল আওয়াল সহ একাধিক ব্যক্তির কাছ থেকে জানা যায়,’ এ নিয়ে আকরাইন গ্রামে, গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে একটি সালিশি হয়,
সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার সকল কিছু পর্যবেক্ষণের পর, সেই বিচারে রহিম ওরফে মলি, আব্দুল হাকিম এবং মাহবুব ওরফে বকুল জমি পায়না বলে জানান , এরপর মলি, আব্দুল হাকিম ও বকুল মসজিদের ১৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেন। দখল নেওয়ার সময়, মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি অন্য সদস্যগণ এই জমি দখলে বাঁধা দিলে তাদের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেন ভূমিদস্যরা ।
ভূমিধস্যদের হাত থেকে বাঁচতে বর্তমানে এলাকাবাসীদের দাবি, নবাবের ওয়াকফ দান সূত্রে মসজিদের জমি দখল মুক্ত করে এখানে একটি মাদ্রাসা নির্মান ও এ বিষয়ে প্রসাশনের সু দৃষ্টি কামনা করছেন তারা