স্টাফ রিপোর্টারঃমোঃ শহিদুল ইসলাম বাবু
২৬আগস্ট রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় মাগুরার মোহাম্মদপুর উপজেলার ২ নং বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিনোদপুর বি,কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা ২ আসনের সংসদ সদস্য এডভোকেট শ্রী বিরেন শিকদার এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.ওহিদুর রহমান টিপু।মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মাগুরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড.বীর মুক্তিযোদ্ধা আবু আইয়ুব বিশ্বাস।
মহম্মদপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া।
বিনোদপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক ডাঃ ওয়ালিয়ার রহমান সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা জেলা আইনজীবী সমিতি ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সাজিদুর রহমান সংগ্রাম।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।