বিনা টিকিটে রেল ভ্রমণ ১ লক্ষ ২৭ হাজার টাকা জরিমান আদায়
পাবনা ঈশ্বরদী মোঃ রাকিব বিশ্বাস
পাকশী বিভাগীয় রেলওয়ের ছয়টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে ৬৩০ যাত্রীর কাছ থেকে ১ লাখ ২৭হাজার টাকা ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে। পশ্চিমাঞ্চল রাজশাহী ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারি বাণিজ্যিক কর্মকর্তা মোঃ নূরুল আলম,সহ গার্ড, টিটিই, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (১১আগস্ট) সকাল ৯টা থেকে ঈশ্বরদীর বাইপাস রেলস্টেশন থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত একটানা ১৪ ঘন্টা পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন ট্রেন ও স্টেশনে ব্লক চেকিংয়ের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিল্কসিটি এক্সপ্রেস (আপ), সুন্দরবন এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস (আপ), রংপুর এক্সপ্রেস (ডাউন), পঞ্চগড় এক্সপ্রেস ও সিল্কিসিটি এক্সপ্রেস (ডাউন) এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ব্লক চেকিং অভিযান পরিচালনা করা হয় রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, বড়ালব্রীজ, নাটোর ও সান্তাহার স্টেশনে।
পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারি বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলম বলেন, পশ্চিমাঞ্চল রাজশাহী ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার নিজে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬৩০ জন যাত্রীর নিকট থেকে ভাড়াবাবদ ১লক্ষ ২৬হাজার ৮৫৫ টাকা রাজস্ব আদায় হয়েছে এর মধ্য ভাড়া বাবদ৯৫হাজার১৪৫টাকাএবং জরিমানা বাবদ ৩১হাজা ৭১০টাকা আদায় করা হয়েছে ।