পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার চরতারাপুর বিএনপির এক নেতার বিরুদ্ধে ভূমি জবর দখলের অভিযোগ উঠেছে । স্থানীয় সরকার বিভাগের আদেশ অমান্য করে দলের প্রভাব খাঁটিয়ে সাংবাদিক রাজিব জোয়ার্দ্দারের বসত বাড়ি দখল ও হত্যার চেষ্টা করে। অভিযুক্ত ওই নেতার নাম বারেক জোয়ার্দ্দার (৪০)। তিনি চরতারাপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি । অভিযোগ রয়েছেন দলিয়ো কোন মিছিল মিটিংয়ে দেখা যায়নি, এই নয়া নেতা বারেক জোয়ার্দ্দার কে ।
তবে ভুক্তভোগীরা কেউ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে বারেক জোয়ার্দ্দার এসব করছেন বলে জানিয়েছেন সাংবাদিক রাজিব জোয়ার্দ্দার।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন মাস আগে রাজিব ও তার চাচা বারেকের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। বিষয়টি স্থানীয় গ্রাম আদালতের মধ্যে মীমাংসা করে দেওয়া হয় । কিন্তু সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে বারেক ও তাঁর দুজন সহযোগীকে দিয়ে সাংবাদিক রাজিব.কে মারধর করার হুমকি দেন।
বিএনপি নেতা বারেক জোয়ার্দ্দার হুমকি-ধমকিতে টাটিপাড়া গ্রামের পুর্বপাড়ার বাসিন্দা রাজিব জোয়ার্দ্দার (২৫) পরিবার আতঙ্কের মধ্যে দিন পার করছে। ওই পরিবারের সদস্যরা বাড়ির বাইরে যেতে পারছেন না। তাঁরা নিজ বাড়িতে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন।