গাজী হানিফ, সোনাগাজী (ফেনী) :
সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী শান্তি সমাবেশ ডাকবাংলায় অনুষ্ঠিত হয়।
মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল’র নেতৃত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি ছালাহ্ উদ্দিন শিমূল’র সভাপতিত্বে ও সফিকুল ইসলাম শামুন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।
আমন্ত্রিত অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ, সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি এড. নাছির উদ্দিন বাহার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, যুবলীগ নেতা ওমর ফারুক কামরুল, আবুল বাশার, শাখাওয়াত হোসেন রানা, ছাত্রলীগ নেতা মীর এমরান সহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল তার বক্তব্যে বলেন মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগ সবাই জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির সুযোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। আগামী দিনে বিএনপি জামায়াতের সকল নৈরাজ্য রাজপথে মোকাবেলা করা হবে ও ফেনী- ৩ আসনে নৌকার বিজয় নিশ্চিত করে তারপর আমরা ঘরে ফিরে যাবো।