মোঃ রাশিদুল হাসান জিহাদ, নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি-জামায়াত কর্তৃক ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি চলাকালীন সময়ে মুক্তাগাছা পৌর এলাকাসহ পুরো থানা এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি সুষ্ঠু ও নিয়ন্ত্রণে রাখার জন্য পিকআপ ভ্যানসহ মোটরসাইকেল মহড়া দিয়েছে মুক্তাগাছা থানা পুলিশ। শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর দিক নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) মো. চাঁদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল ও পিকআপভ্যান নিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে মহড়া দেয়। এ সময় পুলিশ পিকআপভ্যানের সাইরেন শুনে পৌরবাসী, ব্যবসায়ী এবং গাড়ি চালকদের মাঝে শান্তির সুবাতাস বয়ে যায়।
এদিকে আজ রবিবার সকালে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টের পরিস্থিতি পরিদর্শন করেন এবং তার নেতৃত্বে গতরাত থেকে শুরু করে মুক্তাগাছা থানা পুলিশ এখন পর্যন্ত অনবরত কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, বিএনপি জামায়াতের ডাকা অবরোধে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যে মুক্তাগাছা থানা এলাকায় মোতায়েনকৃত অফিসার ও ফোর্স নিয়োজিত রয়েছে। যে কোন ধরনের নাশকতা এড়াতে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি গোয়েন্দা নজরদারির মাধ্যমে পর্যবেক্ষন করা হচ্ছে পুরো থানা এলাকা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মুক্তাগাছার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ওসি মুক্তাগাছা জানান।