পাবনা প্রতিনিধিঃ
‘বিএনপির এক দফা আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’ এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে তার নিজ এলাকা পাবনায় শ্রমিকদলের ইদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি এক দফা আন্দোলনের চূড়ান্ত রুপরেখা তৈরী করেছে৷ দেশের ৩৬ টি রাজনৈতিক দল নিয়ে অচিরেই এক দফা সরকার পতনের আন্দোলনে রাজপথ দখল নেবে বিএনপি যা হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। সারা বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের দেশ বাঁচানোর আন্দোলনে স্বৈরাচার সরকার উৎখাতে রাজপথে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মেহনতি শ্রমিকরা আজ দোযখখানায় বসবাস করছে। তাদের মুক্তির জন্য এক দফার আন্দোলনে অংশগ্রহণ করা ঈমানি দায়িত্ব হয়ে পড়েছে।
পাবনা জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলাউদ্দিন ও দপ্তর সম্পাদক মো: আনিসুর রহমান পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক মমতাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরুল্লাহ,সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ শতশত নেতাকর্মী।
আলোচনা সভায় বিএনপির এক দফা আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানানো হয়।