বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপি নির্বাচন
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ওয়ার্ড বিএনপি’র নির্বাচন (দ্বি-বার্ষিক সম্মেলন) সম্পন্ন হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই জাকজমকপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯টি ওয়ার্ডে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২৭জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, ১নং ওয়ার্ডে আব্দুল জব্বার সভাপতি, ইকরাম শেখ সম্পাদক ও ওলিয়ার রহমান সাংগঠনিক সম্পাদক, ২নং ওয়ার্ডে মোঃ সেলিম শেখ সভাপতি, আশরাফ আলী শেখ সম্পাদক ও মোতালেব শেখ সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ডে খান কামরুল ইসলাম সভাপতি, জাহিদুল ইসলাম জুয়েল সম্পাদক ও শেখ রুহুল আমীন সাংগঠনিক সম্পাদক, ৪নং ওয়ার্ডে মনিরুল ইসলাম সভাপতি, নুর ইসলাম শেখ সম্পাদক ও মোঃ ইসলাম শেখ সাংগঠনিক সম্পাদক, ৫নং ওয়ার্ডে ইসমাইল খাঁ সভাপতি, মিজানুর রহমান সম্পাদক ও আব্দুল কুদ্দুস সাংগঠনিক সম্পাদক, ৬নং ওয়ার্ডে শেখ মোঃ নুর ইসলাম সভাপতি, মোঃ সহিদুল ইসলাম সম্পাদক ও সোহরাব হুসাইন সাংগঠনিক সম্পাদক, ৭নং ওয়ার্ডে মাহাম্মুদ আলী সভাপতি, কবির হোসেন সম্পাদক ও মোশারেফ হোসেন সাংগঠনিক সম্পাদক, ৮নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক ফারাজী সভাপতি, শেখ আহম্মদ আলী বাবুল সম্পাদক ও মোঃ ইলিয়াস শেখ সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ডে আবু দাইদ সভাপতি, নজরুল ইসলাম সম্পাদক ও আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, জেলা বিএনপি’র সদস্য ও মনিটরিং কমিটির সদস্য হাদীউজ্জামান হিরো। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বাগেরহাট-১ নির্বাচনী এলাকার মনিটরিং কমিটির আহবায়ক শামশের আলী মোহনসহ বিএনপির বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন। #