বান্দরবানে হেডম্যান-কারবারী সম্মেলনে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,
তানজিনা আক্তার উর্মি
বান্দরবান
“হেডম্যান-কারবারী এক সাথে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি” স্লোগান কে সামনে রেখে হেডম্যান কারবারী কল্যাণ পরিষদ, বোমাং সার্কেল এর আয়োজনে এ,এল,আর,ডি ও সি,এইচ, টি হেডম্যান নেটওয়ার্ক পার্বত্য চট্টগ্রাম এর সহযোগিতায় বান্দরবানে হেডম্যান কারবারী কল্যাণ পরিষদ সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত।
সম্মেলন উপলক্ষে ১৩মে শনিবার সকালে রাজার মাঠ হইতে শুরু হয়ে শোভাযাত্রা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এসে শেষ হয়। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণজোতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, মোঃ সুপার তারিকুল ইসলাম, পিপিএম, কংজরী চৌধুরী, সভাপতি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সদস্য জাতীয় মানবাধিকার কমিশন, সামসুল হুদা, নির্বাহী পরিচালক, এ এল আর ডি, বাংলাদেশ। চহ্লা প্রু জিমি, রাজকুমার, জৈষ্ঠ সদস্য-রোমাং রাজপরিবার। চিংকিউ রোয়াজা, সভাপতি, চাকমা সার্কেল ডেয়ান এসোসিয়েশন ও সাবেক চেয়ারম্যান, রাঙ্গামাটি ও
জনাব চাই থোয়াই চৌধুরী, সভাপতি, মং সার্কেল-হেডম্যান এসোসিয়েশন, খাগড়াছড়ি। অনাবা খোয়াই ফ্রী, আহ্বায়ক, সম্মেলন প্রস্তুতি কমিটি, হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদ।
মিঃ বা শৈচিং হেডম্যান ৩৭২নং নাইডিং মৌজা,রুমা উপজেলা। প্রধান নির্বাচন কমিশনার হেডম্যান- কারবারী কল্যান পরিষদ সম্মেলন ২০২৩ পঁচিশ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদ, বোমাংসার্কেল।
সভাপতি- মিঃ হ্লা থোয়াই হ্রী হেডম্যান, সহ-সভাপতি মি: থোয়াই হ্লা অং হেডম্যান, সহ-সভাপতি সানু চিং হেডম্যান সহ-সভাপতি মংক্যনু হেডম্যান,সহ-সভাপতি মি: মিচিং কার্বারী,সাধারণ সম্পাদক মি: উ নি হ্লা হেডম্যান,যুগ্ম-সম্পাদক মং নু হেডম্যান,যুগ্ম-সম্পাদক মিচিং হেডম্যান, অর্থ ও দপ্তর সম্পাদক মি: হ্লা মং প্রু হেডম্যান, সাংগঠনিক ও প্রচার-প্রকাশনা সম্পাদক মি: মুুুই শৈ থুই হেডম্যান, সাংগঠনিক ও প্রচার-প্রকাশনা সম্পাদক মি: লাল লিয়ান সম বম,হেডম্যান, সাংগঠনিক ও প্রচার-প্রকাশনা সম্পাদক
মি:পারিং ম্রো হেডম্যান,ভূমি,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মি: মিশন ত্ররিপুরা হেডম্যান, নারী, শিশু ও প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক মিস অং ম্রা খইং কারবারী। কার্যকরী সদস্য মি: বাচাচিং চাক হেডম্যান, সদস্য মি: আ থুই শে কারবারী, সদস্য মি: হ্ল সিং নু কারবারী, সদস্য মি: মং সাই থুই
হেডম্যান, সদস্য মি: উ বা পোয়াই হেডম্যান,মি: লাল বয় বডম্যান,মি: এই সৈী হেডম্যান,মি: বার্সিংসহ কারবারী,মি: উসাইন কারবারী, মিস্ শৈ দুই মা কারবারী,মিস শৈ নাং চিৎ কারবারী।