বান্দরবানে বহু আলোচিত সেই রকি বড়ুয়া প্রকাশ রকি ভাই সহযোগীসহ আটক
মাসুদ পারভেজ
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস এলাকা ও হলুদিয়া এলাকার ত্রাস, ছিনতাই ও ৮টি মামলার আসামি রকি বড়ুয়া ওরফে রকি ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮এপ্রিল শনিবার জেলা পুলিশ জানায়, শুক্রবার বিকালে ৪নং সুয়ালক এলাকায় সদর জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার বিশেষ দল অভিযান চালিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড় দুয়ারা বড়ুয়া পাড়ার রাজিব বড়ুয়ার ছেলে রকি বড়ুয়া ওরফে রকি ভাই (২৫) এবং তার সহযোগী একই জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকার আব্দুল হক এর ছেলে মো: এমরান (২২) কে গ্রেপ্তার করে।
পুলিশ আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে উক্ত এলাকাগুলোতে মাদক ব্যবসা, চুরি, ছিনতাইসহ ত্রাস সৃষ্টি করে জনমনে ভীতি সৃষ্টি করে আসছে। রকি ভাই এর নামে বান্দরবান সদর থানা ও চট্টগ্রামের সাতকানিয়া থানায় ৮টি মামলা রয়েছে।
গত ৩০ মার্চ “বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে ছিনতাই করে রকি ভাই” এবং ৩১ মার্চ “রকি ভাই এর পারিবারিক ঐতিহ্য মাদক ব্যবসা !” শিরোনামে পার্বত্য জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা ২টি সংবাদ প্রকাশ করলে পুলিশের গোয়েন্দা শাখা এই কিশোর গ্যাংকে গ্রেপ্তার করতে মাঠে নামে।
এই ব্যাপারে জেলা পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম পিপিএম বলেন, তাদের সাথে আরো কারা কারা জড়িত আছে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, মাদক ব্যবসা থেকে ছিনতাই, রকি ভাই এর পারিবারিক ঐহিত্য। শুধু রকি নয়, তার পিতা রাজিব বড়ুয়া ওরফে রাজিব ডাকাত একাধিকবার চোলাই মদ ও ইয়াবা পাচারের সময় আটক হয়।