বান্দরবানে দৃষ্টিনন্দন মডেল মসজিদের শুভ উদ্বোধন
মাসুদ পারভেজ
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় ১৭ই এপ্রিল (সোমবার) সকালে বান্দরবান পৌরসভার বালাঘাটা পুলিশ লাইন্স সংলগ্ন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হলো।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দেশের ৪র্থ পর্যায়ের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেন।
সুত্রে জানা যায়, দৃষ্টিনন্দিত বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যায় হয়েছে ১২কোটি ৫৪ লক্ষ টাকা, যা বাস্তবায়নের দায়িত্ব ছিলো গণপূর্ত বিভাগের। তিন তলা ফাউন্ডেশন এর ভবনে নিচ তলায় ১২ হাজার ১৬৮ বর্গফুট, দ্বিতীয় তলায় ৭ হাজার ৮২৫ বর্গফুট এবং তৃতীয় তলায় ৭ হাজার ৮২৫ বর্গফুট পরিমাপের জায়গা রয়েছে।
বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন এর সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবান প্রান্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক মো.লুৎফর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নার্গিস সুলতানা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মোজাম্মেল হক বাহাদুর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শহীদুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাওলানা আবু তালেব মঈনী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক মনিরুল ইসলাম মনু, সাংবাদিক মুহাম্মাদ আলীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক মো.লুৎফর রহমান বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তা করেন। এদেশে প্রতিটি ধর্মের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন আর তারই ধারাবাহিকতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।