বাগেরহাট হতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), এলিট ফোর্স হিসেবে অত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণ ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।
২। ঘটনার পর্যালোচনায় দেখা যায়,ভিকটিমের সাথে আসামিদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সালিশ বৈঠক হয়। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১২:৪৫ ঘটিকার সময় ভিকটিম মহিউদ্দিন হাওলাদার মহারাজ জিউধরা বাজার হতে বাড়ির উদ্দেশ্যে আসার সময় মোড়েলগঞ্জ থানাধীন ১২ নং জিউধরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ গোপাল চাঁদ বিদ্যালয়ের সামনে পৌছালে আসামিরা পূর্বপরিকল্পনা মোতাবেক কাঠের বাটাম ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ ভিকটিমের পথ অবরোধ করে এবং ভিকটিমকে তাদের হাতে থাকা কাঠের বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পরে। আসামিরা ভিকটিমের মৃত্যু নিশ্চিত করার জন্য ইট দিয়ে ভিকটিমের চোখ ও নাকে আঘাত করতে থাকে। ভিকটিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভিকটিমের শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিমকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে গত ০১ মার্চ ২০২৫ ইং তারিখ আনুমানিক ০২:৪৫ ঘটিকায় গোপালগঞ্জ জেলার মুকসুদপর এলাকায় পৌছালে ভিকটিম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে হত্যার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয় জানতে পেরে র্যাব-৬, সদর কোম্পানির আভিযানিক দল আসামি গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও অভিযান কার্যক্রম চলমান রাখে।
৩। এরই ধারাবাহকিতায় ২২ এপ্রিল ২০২৫ তারিখ সদর কোম্পানির একটি আভিযানিক দল বাগেরহাট জেলার মোংলা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার ৫নং এজাহারনামীয় আসামি মোঃ হাসান শেখ (৪০), পিতা- মোঃ আদম শেখ, সাং- পাশখালি ৮নং ওয়ার্ড, থানা- মোড়েলগঞ্জ,জেলা- বাগেরহাটকে গ্রেফতার করে।
৪। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।