বাগেরহাটে ১৬ কেজি গাঁজা উদ্ধার
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের দশানী মোড় এলাকা থেকে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল সহ ১৬ কেজি গাঁজা ফেলে দুই মাদক কারবারি পালিয়েছে।
বুধবার (৭ফেব্রুয়ারি)বাগেরহাট–খুলনা মহাসড়কের দশানী মোড় এলাকায় পুলিশের ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতা ও মোটরসাইকেল মালিককে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ফিটসেনবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে সকালে দশানী মোড়ে ট্রাফিক পুলিশ চেকপোস্ট বসায়।তৎহ্মনাৎ মাদক কারবারি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।পরে মোটরসাইকেল তল্লাশী চালিয়ে দুটি বস্তায় থাকায় ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া দুই মাদক ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।