বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশের মৃত্যু
বাগেরহাট ফকিরহাট প্রতিনিধি::
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুগামী বাসের ধাক্কায় ঠাকুর দাস বালা (৫৩) নামে এক গ্রাম পুলিশ মারা গেছেন। নিহত ঠাকুর দাস বালা উপজেলার মূলঘর ইউনিয়নে গ্রাম পুলিশ পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (০১ আগস্ট) দুপুর ১২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের ফলতিতা বাজার এলাকায় ঠাকুর দাস বালা রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি পরিবহন তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মারাত্মক আহত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়। ঠাকুর দাস বালা মূলঘর ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের বিনোদ বালার ছেলে।
পরিবহনটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানায়।
মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিটলার গোলদার জানান, নিহত ঠাকুর দাস বালার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আগামীকাল বুধবার মরদেহ ফকিরহাট আনা হবে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#
এস এম মনিরুজ্জামান মনি