বাগেরহাটের ফকিরহাটে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :
ফকিরহাটে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৮ম িিবিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহীদুর রহমান। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন প্রমূখ। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। #