মোঃ রাজিব জোয়ার্দ্দারঃ
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেসরকারি চ্যানেল সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।
পাবনা সদরের সেবা হাসপাতাল রোডে, মোটর সাইকেল ও বাই সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার ৬-ই জুন বিকালে এই দুর্ঘটনা ঘটে। পরে সাংবাদিক খালেদ আহমেদ কে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি তার নিজ বাসভবনে চিকিৎসাধীন।
খালেদ আহমেদ পাবনা সংবাদ পত্র মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক, ও সিএনএফ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান । জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় শনিবার বিকালে দিকে পাবনা সদরের সেবা হাসপাতাল রোডে উল্টো দিক থেকে আসা একটি বাই সাইকেলের সঙ্গে সাংবাদিক খালেদ আহমেদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাংবাদিক খালেদ আহমেদ" এর বহনকারী মোটর সাইকেল দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সাংবাদিক খালেদ আহমেদ কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে, চিকিৎসার জন্য ক্লিনিকে পাঠানো হয়।
সিএনএফ টিভির হেড অফ নিউজ,মোঃ রাজিব জোয়ার্দ্দার, গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদ অবস্থা স্থিতিশীল। তার শরীরে বিভিন্ন স্থানে সেলাই ও ব্যান্ডেজ করতে হয়েছে। তার হাত একটিবড় অংশজুড়ে ফেটে রক্তক্ষরণ হয়েছে।
সাংবাদিক খালেদ আহমেদ জানান, দুর্ঘটনার সময় বাম দিক থেকে আশা একটি বাইসাইকেল, অতর্কিতভাবে মোটরসাইকেলের সামনে চলে আসে বাইসাইকেল আরোহী কে বাজাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে । আমার হাতের একটি অংশ ভেঙে গিয়েছে, এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছি, আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমার পেশাগত কাজে মধ্যে আসতে পারি ।