মোঃ নাছির উদ্দিন
সকালের লাল টকটকে সূর্য
আমায় জানিয়ে দিল
৫২, ৬৯, ৭১ এর গল্প।
শিমুল গাছের রক্তরাঙা ফুল
আজও আমায় জানিয়ে দেয়
সালাম রফিক জব্বারের স্মৃতি।
সকালের শিশির মাখা লাল গাঁদা
নিরব কন্ঠে বলে আজ
শহীদ সাত্তারের স্বপ্নের সাধ।
বাংলাভাষা হবে আমার
মায়ের ভাষা প্রিয় ভাষা
বোনের ভালবাসা মাখা কথা।
প্রিয়জনের প্রিয় কথা
সেও হবে বাংলা ভাষা।