বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট থানা শাখা কার্যালয়ে ১০ই জানুয়ারি শুক্রবার বিকাল ৪টার সময় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা সেক্রেটারী অধ্যাপক শহিদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এ বি এম তৈয়াবুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মোস্তাফিজুর রহমান সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট থানা শাখা ,অধ্যক্ষ মোফাজ্জল হায়দার, আবুল আলা মাসুম, রবিউল ইসলাম সহ আরো অনেকে । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ জয়নাল হুসাইন এবং পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন হাফেজ জয়নাল হোসাইন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ মোড়ল ,সাংগঠনিক সম্পাদক জালিসুর রহমান, অফিস সম্পাদক আব্দুল্লাহ সরদার, প্রচার ও মিডিয়া সম্পাদক হাফিজুর সর্দার ,ট্রেড ইউনিয়ন সম্পাদক তরিকুল, সহ ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।