বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে চলমান ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ও গোপালগঞ্জ জেলায় সংযুক্ত
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলায় সংযুক্ত বিভিন্ন ক্যাডারের ১০ জন প্রশিক্ষনার্থী আজ (১০ জুলাই ২০২৩ খ্রি.) গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে বাস্তব প্রশিক্ষণের উদ্দেশ্য আসেন। দিনের শুরুতেই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে তাদের জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড সম্বন্ধে সম্যক ধারণা দেয়া হয়। জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা তাদের ঘুরে দেখানো হয়। সন্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব আল-বেলী আফিফা মহোদয় একটি প্রশ্নোত্তর সভায় প্রশিক্ষনার্থীদের পুলিশের সেবা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সবশেষে পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষনার্থীদের সাথে পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।