স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৯নং কাশিমপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করে। গতকাল শুক্রবার বেলা ৩টা থেকে ঝনকা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে সায়েদুল ইসলাম এর সঞ্চালনায় এবং কাশিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী এর সভাপতি মাওলানা ইমরান হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, নো ইস্ট-নো ওয়েস্ট, ইসলাম ইস দ্যা বেস্ট। ইসলাম হচ্ছে আত্মসমর্পনের নাম। We completely Surrender to Allah. আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া মৃত্যুবরণ করো না। এছাড়াও আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান, ময়মনসিংহ জেলার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মাওলানা বদরুল আলম, আমীর অধ্যাপক শামসুল হক, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদ, আমীর মাওলানা আফতাবুর রহমান আকন্দ, মুক্তাগাছা উপজেলা শাখার শূবা ও কর্মপরিষদ সদস্য মোজাম্মেল হক, মাওলানা মোস্তফা রায়হান, ডা. মাওলানা আজহারুল ইসলাম শাহীন প্রমূখ।