বিশেষ প্রতিবেদকঃই আইসিস চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। দুই অঙ্কের রানে পৌঁছানো যেন ব্যাটারদের পাহাড়সম যুদ্ধ জয় করার সমান। দলীয় ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।বাংলাদেশের ইনিংসে বিপর্যয়ের শুরুটা হয় টপ অর্ডারের দুই ব্যাটারের ডাক মেরে সাজঘরে ফিরে যাওয়ার মধ্য দিয়ে। দলীয় ২ রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ।মোহাম্মদ শামির করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রাহুলের ক্যাচে পরিণত হয়ে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য।সৌম্যের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল শান্ত। তবে ব্যর্থ তার ব্যাটও।সৌম্যের মতোই ডাক মেরে সাজঘরে ফিরেছেন তিনি। হার্ষিত রানার বলে ভিরাটের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।পঞ্চপান্ডব খ্যাত সেই ব্যাচের একমাত্র মুশফিকুর রহিম আছেন আজকের একাদশে। তবে হাসেনি তার ব্যাটও। ফিরেছেন শূন্য রানে।ইনিংসের নবম ওভারে ব্যাক টু ব্যাক উইকেট তুলে নেন আক্সার প্যাটেল। তানজিদ তামিমকে বিদায় করার পরের বলেই মুশফিককে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। দুই ব্যাটারই ধরা পড়েন রাহুলের তালুতে। রোহিত শর্মা স্লিপে ক্যাচ মিস না করলে এবারের আসরের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেতেন আক্সার।মেহেদী মিরাজকে বিদায় করেন শামি। শুবমান গিলের ক্যাচে পরিণত হয়ে ব্যক্তিগত ৫ রানেই ফিরে যান তিনি।প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৯ রান।