বাঁশ বাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ছাঁদ ঢালাইয়ের কাজ আজ সম্পূর্ণ হলো।
কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রতিনিধি এস এম আব্দুল আউয়াল সানি -ঃ
তারিখ:- ২৫/০৪/২০২৩ ইংরেজিএ সময় উপস্থিত ছিলেন,মসজিদের সম্মানিত সভাপতি আবু হানিফ।
সেক্রেটারী মো: নুরুল ইসলাম মাষ্টার। বাঁশ বাড়িয়া জামে মসজিদের খতিব,মাওলানা এস এম আব্দুল আউয়াল সানি। এবং আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুর্শা ইউনিয়ের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আব্দুল হান্নান সাহেব। কুর্শা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বার, মো: শহিদুল ইসলাম রুনা।
সহ কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।এই সময় চেয়ারম্যান মহোদয় বলেন,
মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যত দিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, তত দিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে। ইরশাদ হয়েছে, ‘সাত ধরনের আমলের প্রতিদান মৃত্যুর পর কবরেও জারি থাকে। ১. যে ব্যক্তি কাউকে দ্বিনি ইলম শিক্ষা দেবে। ২. যে নদী প্রবাহিত করতে সহযোগিতা করবে। ৩. অথবা কূপ খনন করবে। ৪. অথবা গাছ রোপণ করবে। ৫. অথবা মসজিদ নির্মাণ করবে। ৬. অথবা কোরআন বিতরণ করবে। ৭. অথবা সুসন্তান রেখে যাবে যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে।
মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলকে সঠিক পথ এবং সঠিক পথে পরিচালনা করার তাওফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন