বর্ণাঢ্য রাজনীতির দিকপাল আসাদ
মোঃ খাইরুজ্জামান সজিব সিনিয়র চীফ রিপোর্টার
তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ বলতে যা বুঝায় সেটির একটি উদাহারণ হলেন আসাদুজ্জামান (আসাদ)। এই মূহুর্তে খুলনা মহানগর জাতীয় শ্রমিক লীগের অন্যতম আলোচিত নেতা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে -খুলনা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনা আসছে সেই নাম গুলোর মধ্যে সবার আগে আছে আসাদুজ্জামান আসাদের নাম।
একজন ত্যাগীও পরীক্ষিত রাজনীতিবিদ, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারন সম্পাদকের ঘনিষ্ট আস্থাভাজন ব্যাক্তি হিসেবে তার সুনাম রয়েছে।
এক সময় জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগরের যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন। তার পরও প্রশ্ম থেকে যায়,তিনি কী খুলনা-৬ আসনে শেষ পর্যন্ত আওয়ামী লীগের নৌকার মাঝি হবেন?
জাতীয় শ্রমিক লীগের নেতা কর্মীরা মনে করেন যে আসাদুজ্জামান আসাদ তৃণমূল থেকে উঠে আসা সত্যিকারের একজন শ্রমিক লীগের কর্মী। কাজেই তারই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া উচিত। আসাদুজ্জামান আসাদ একজন কর্মীবান্ধব। তিনি সারাক্ষণ কর্মীদের সাথে কথা বলেন। কর্মীরা তার কাছে বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে কথা বলতে পারে। কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে খুলনা মহানগর জাতীয় শ্রমিক লীগে এর আগে যে কজন নেতা ছিলেন তার মধ্যে অন্যতম নেতা হলেন আসাদুজ্জামান আসাদ।
আসাদুজ্জামান আসাদ আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা কেএম আজম খসরুর বিশ্বস্ত,আস্থাভাজন এবং অনুগত নেতা হিসেবে পরিচিত। খুলনা-৬ আসনের সংসদ হওয়ার এটি একটি বড় যোগ্যতা। কারণ খুলনা মহানগরের সদস্য সচিরের সার্বক্ষণিক জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এর সঙ্গে সমন্বয় রেখেই কাজ করতে হয়। আসাদ রাজনীতিতে দীর্ঘ ত্যাগ স্বীকার করেছেন,জামাত বিএনপির হামলা মামলা নির্যাতনের ত্যাগ করেছেন। পরবর্তীতে যারা ত্যাগী রাজনীতিবিদ তার মধ্যে আসাদ অন্যতম। এজন্যই তাকে খুলনা-৬ আসন অবোহেলিত কয়রা পাইকগাছা বাসী এমপি হিসেবে দেখতে চায়।