ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ সাইয়েদুজ্জামানঃ
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিনাত বরকতুল্লাহ। তিনি তার কর্মের মধ্য দিয়ে সংস্কৃতি অঙ্গনে দীর্ঘদিন বেঁচে থাকবেন।
উল্লেখ্য, নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহ বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।