বরুড়ায় আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ
মোঃ তোফায়েল আহমেদ কুমিল্লা জেলা প্রতিনিধি।
কুমিল্লা জেলার ৩০ মে রাত আনুমানিক ৩ টার সময় বরুড়া উপজেলার লক্ষিপুর ইউনিয়ন এর লক্ষিপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ডাকাতির প্রস্তুতি কালে একদল ডাকাত কে বরুড়া থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তারের বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ হোসেন জানান ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ আমাদের কাছে আসেলে থানার একটি চৌকস দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর গুলি ছুড়ে। পুলিশ সদস্যরাও আত্মরক্ষা করতে (এগার) রাউন্ড শটগানের গুলি ছুড়ে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৫ (পাঁচ) জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে ০১ (একটি) কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, ০৫ (পাচ) রাউন্ড ১২ বোর কার্তুজ, ০২টি ছেনী, ০৩টি রড, ০১টি জিআই পাইপ ও ০১টি ছুরি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার সময় দুইজন পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হয়। আহত পুলিশ সদস্যদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকুত আসামীদের নাম ও ঠিকানা
১। রেনু প্রকাশ নয়ন(২৮), পিতা- মোহাম্মদ আলী, মাতা- হোসনেয়ারা, গ্রাম- দক্ষিন নারিন্দা, থানা- তিতাস, জেলা- কুমিল্লা। (উল্লেখিত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও চুরিসহ সর্বমোট ০৩ টি মামলা রয়েছে)
২। মোঃ জহিরুল ইসলাম জহির(৪২), পিতা- মোঃ লতিফ, মাতা- সাহারবানু, গ্রাম - পূর্ব পোংকারা, থানা- ব্রাহ্মনপাড়া, জেলা- কুমিল্লা। (উল্লেখিত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি, ডাকাতি প্রস্তুতি,চুরি, মাদক ও অন্যান্য মামলাসহ সর্বমোট ১৫ টি মামলা রয়েছে)৩। মোঃ খলিলুর রহমান(৪৫), পিতা- রতন তালুকদার, মাতা- সুফিয়া বেগম, গ্রাম - রায় তাতেরকাটি, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, এ/পি- শাকপুর (পুরান বাজার), থানা- বরুড়া, জেলা- কুমিল্লা। (উল্লেখিত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি প্রস্তুতি, চুরি ও মাদক মামলাসহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে)৪। কাউছার(৪০), পিতা- আঃ রব, মাতা- মজিয়া, গ্রাম -পরচঙ্গা, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা। (উল্লেখিত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও চুরি মামলাসহ সর্বমোট ০২ টি মামলা রয়েছে)৫। আলমগীর(৩৮), পিতা- মোসলেম, মাতা- রুপজান, গ্রাম - চুলহাস(স্বর্নঃকার বাড়ি), থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা। (উল্লেখিত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি প্রস্তুতি, মাদক ও অন্যান্য মামলাসহ সর্বমোট ০৫টি মামলা রয়েছে)