বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের তেরীপাড়া গ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্ধন ব্লাড মানবিক ফাউন্ডেশন মুক্তাগাছা এর আয়োজনে এবং আরোগ্য মেডিকেল সেন্টার এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ওজন মাপা এবং প্রেশার নির্ণয় করা হয়। উক্ত কার্যক্রমে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫:৩০ মিনিট পর্যন্ত প্রায় ১ হাজারেরও অধিক মানুষকে বিনামূল্যে এই সেবা টি প্রদান করেছে।
উক্ত কর্মসূচিটি নাজমুল খান, মাসুম বিল্লাহ্, মাসুদ পারভেজ খান, জাহিদ হাসান জিহাদ, আকলিমা আক্তার, আদিবা আফরিন, মাহমুদুল হাসান, আশিকুর রহমান, ডাঃ নাজমুল হাসান, রিফাত হোসাইনসহ সংগঠনের সকলের নিরলস পরিশ্রম ও প্রচেষ্টায় বাস্তবায়ন হয়।