বন্দর কমিউনিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্
চট্রগ্রাম জেলা প্রতিনিধি-
আহমদ রেজা
চট্রগ্রাম উপজেলা আনোয়ারা ১নং বৈরাগ ইউনিয়ন বন্দর কমিউনিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত রেজিঃ২৯১২/২০০৯ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ ই এপ্রিল-২০২৩ শনিবার বন্দর কমিউনিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত ও নতুন সদস্যদের নিয়ে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়ার মাহফিলের উপস্থিত ছিলেন,
আনোয়ারার উপজেলা ১নং বৈরাগ ইউনিয়নের পরিষদের ১,২,৩, ওয়ার্ডে মহিলা মেম্বার রুমি আক্তার ,বন্দর পুলিশ পাড়ির এস আই. ওয়াহাব, উপ-পরিদষক অফিসার আই সি , আহ্বায়ক সদস্যরা এবং ,নব কমিউনিটির সভাপতি, মোকাদ্দাস খান সুজন, সহ – সভাপতি,অর্থ-সম্পাদক,সহ- অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিশেষ আয়োজনের সহ-সাংগঠনিক আবদুল আজিজ,সাধারণ সাম্পাদক, সহ-সাধারন সাম্পাদক , ক্রীড়া ও কাযর্কারী সদস্য, কিছু ঈদুল ফিতার কে সামনে রেখে নিত্য প্রয়োজনী জিনিস পত্রাদি নিয়ন্ত্রণ সহ সঠিক অর্পজনের মাধ্যমে আগামী দিনের ব্যবসায়ীদের সংগঠন কে আর উর্দগামী আইনশৃঙ্খলা বজায় রেখে সামনের দিন গুলোতে এগিয়ে নেওয়ার সুনাম অর্জন মূল লক্ষ বলে, ব্যবসায়ী সমিতির সভাপতি কিছু বক্তব্যে মধ্যে আলোচনা করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনে সাবেক সভাপতি, মোহ শফিক সাওদাগর সহ আহ্বায়ক কমিউটির সদস্যরা কিছু ব্যবসায়ী দের সম্মুখীন মৌলিক বক্তব্য রাখেন। বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর পর ইফাতারের কিছু সময় আগে বৈরাগ ইউনিয়ের জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ আদিল আল কাদেরী মিলাদ কিয়াম,মোনাজাতের মধ্যে সকল ব্যবসায়ীদের উন্নতি মুরব্বিয়ানা রিহালসতে দোয়া মাধ্যমে ইফতার মাহফিল শেষ করেন।