বড়পুকুরিয়ায় ট্রেনের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত।
সিনিয়র বিশেষ ক্রাইম ইনভেস্টিগেশনঃ কাজি মাহাবুব আলম
দিনাজপুর ফুলবাড়িয়া। দিনাজপুরে পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর মোবারকপুর রেলক্রসিং পারাপারের সময় সকাল ১১টায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে ব্রাক কর্মী হামিদুল ইসলাম(৪০) ও বিকাশ ব্যবসায়ী সুশান্ত রায় (৪০) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
নিহত হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের মনছের আলীর পুত্র এবং সুশান্ত রায় নিলফামারী জেলার জলঢাকা থানার কৈমারী পাটোয়ারী পাড়ার অলক মহন্ত রায়।
স্থানীয় সুত্রে জানা যায়, বড়পুকুরিয়া খনি এলাকা হতে ফুলবাড়ী শহরের যাওয়ার পথে অরক্ষিত রেলক্রসিং পারাপারে সময় তারা ট্রেনের গতিবিধি না বুঝে রেলক্রসিং করার সময় এই মার্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতর সহকর্মী মোঃ আতিকুর রহমান বকুল জানান, নিহত হামিদুল ইসলাম ব্রাকে চাকুরী করেন আজ সে নিলফামারী থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে মটরসাইকেল যোগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে এই রেলক্রসিং দুর্ঘটনার স্বীকার হন।
দ্রুততম সময়ে এই অরক্ষিত রেলক্রসিং এ রেল গেট বসিয়ে প্রহরী নিয়োগ দিয়ে সুরক্ষিত করার দাবি জানান এলাকার অনেকে
জিআরপি পুলিশের ওসি মোঃ নুরুল ইসলাম বলেন আমরা সুরতহাল করছি নিহতদের পরিবার আসলে তাদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।