বঙ্গমাতা আওয়ামী লীগ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: এমপি সালাম মূর্শেদী,
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সঙ্গে তিনি যুদ্ধ-বিধ্বস্ত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন।বিশেষ করে আত্মত্যাগী, লাঞ্ছিত মা-বোনদের সহযোগিতা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করাসহ ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন এবং সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেন।তিনি অসাধারণ বুদ্ধি, সাহস, মনোবল, সর্বংসহা ও দূরদর্শিতার অধিকারী ছিলেন এবং আমৃত্যু দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে রূপসা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ৮"আগষ্ট বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতা তিনি একথা বলেন।অনুষ্ঠানে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মুর্শেদী প্রধান বক্তা হিসেবে বক্তৃতায় বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক সাফল্যেও বঙ্গমাতা উল্লেখযোগ্য অবদান রাখেন।জাতির পিতা রাজনৈতিক কারণে প্রায়শই কারাগারে বন্দী থাকতেন। এই দুঃসহ সময়ে তিনি হিমালয়ের মতো অবিচল থেকে একদিকে স্বামীর কারা মুক্তিসহ আওয়ামী লীগ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।অন্যদিকে সংসার, সন্তানদের লালন-পালন, শিক্ষাদান, বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়ে স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে অনন্য ভূমিকা পালন করেছেন।রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোল্যা মোজাফফর হোসেন,জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম,সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির। এসম য় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খান শাহাজাহান কবীর প্যারিস,আরিফুর ইসলাম মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস,সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,দপ্তর সম্পাদক আকতার ফারুক,প্রচার সম্পাদক আঃ গফুর খান, কোষাধ্যক্ষ সেলিম মোল্যা,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ,ম জাহাঙ্গীর,উপ-প্রচার সম্পাদক সোহেল জুনায়েদ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।