বঙ্গবাজার পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদ
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি,
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ, সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী আজ (৫ এপ্রিল ২০২৩) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার এবং
পুলিশ হেডকোয়ার্টার্সের পাঁচতলা বিশিষ্ট ফ্যাসিলিটিজ ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিসের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল (৪ এপ্রিল ২০২৩) বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুলিশ হেডকোয়ার্টার্সের ফ্যাসিলিটিজ ভবনেও আগুন ধরে যায়।