বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থা রেখে সুজা ভাই দলের কাজ করে ছিলেন: এমপি সালাম মূর্শেদী,
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, এস এম মোস্তফা রশিদী সুজা বাংলাদেশ আওয়ামী লীগের একজন ত্যাগী ও নিবেদিত নেতা ছিলেন। তার মতো ত্যাগী, সংগ্রামী ও জনদরদি নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে।জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দলীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন, দিয়েছেন সাহস ও মনোবল। সকল আন্দোলন সংগ্রামে সামনে থাকতেন কখনো তিনি পিছ পা হতেন না। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন।আমি যতদিন থেকে চিনি এবং জানি, তিনি ছিলেন একজন ভদ্রলোক এবং দলের প্রতি ছিল তার অবিচল আস্থা। তিনি আরো বলেন, খুলনার এলাকার নেতাকর্মীদের সাথে তার ছিল এক নিবিড় সম্পর্ক। তিনি সব সময় মানুষের উপকার করতে চাইতেন। তার মধ্যে ধৈর্য্য ছিল অসামান্য। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতির প্রতি অবিচল আস্থা ছিল এবং এটা মেনেই তিনি কাজ করেছেন।তিনি অত্যন্ত শান্ত, ধীরস্থির ছিলেন। মুক্তিযোদ্ধাদের পক্ষে, স্বাধীনতার প্রশ্নে যেকোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তিনি সব সময় ছিলেন আপোষহীন।দলের এবং দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য বজায় রেখে আজীবন দলের দায়িত্ব পালন করেছেন।তবে তার কর্মফলকেই মানুষ স্মরণ করে। দল এবং দেশের জন্য নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাকে জাতি চিরদিন স্মরণ করবে।তিনি মেহনতি মানুষের অধিকার আদায়ে কখনও পিছপা হননি। দলের জন্য তাকে বহুবার নির্যাতনের শিকার হতে হয়েছে। আজ (২৭ জুলাই ) বৃহস্পতিবার সন্ধ্যায় এমপি সালাম মূর্শেদীর খুলনাস্থ দলীয় কার্যালয়ে প্রয়াত সাবেক এমপি মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।জেলা আওয়ামীলীগে সদস্য ফ ম আ:সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি।জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, আওয়ামীলীগ নেতা শ,ম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মোঃ গাজি জিয়াউর রহমান,মোঃ কামাল হোসেন বুলবুল,আলহাজ্ব ইসহাক সরদার, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক,রবিউল ইসলাম বিশ্বাস,বিনয় কৃষ্ণ হালদার, আরিফুজ্জামান লিটন, সরদার মিজানুর রহমান, মনিরুজ্জামান পিলু,জেলা মহিলা লীগের সাবিনা ইয়াসমিন ,রিনা পারভিন,উপজেলা কৃষকলীগের সভাপতি আঃ মান্নান শেখ,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মইন উদ্দিন, আবদুল্লাহ আল মামুন,
উপজেলা যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, কৃষকলীগের ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, রোমেছা বেগম, মোঃ ফরিদ শেখ, মামুন শেখ, নাজির শেখ, ফরিদ আহমেদ, শেখ আসাদুজ্জামান, ইউপি সদস্য বাবর আলী, হুমায়ূন কবীর,মাসুম সরদার মাহাবুবুর রহমান, আলমগীর হোসেন,যুবলীগ নেতা হারুন মোল্যা, খালিদ হোসেন, আজমল হোসেন, শিমুল হোসেন, সরদার জসীম উদ্দীন,রবিউল ইসলাম, তারেক আজিজ, খায়রুজ্জামান সজল,সাইফুল ইসলাম শাওন,শফিকুর রহমান ইমন,শেখ রেজাউল করিম,
ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ:জব্বার শেখ, এহতেশামূল হক অপু,মহিউদ্দীন মানিক, কাজী আক্তার হোসেন,
ছাত্রলীগের আরিফুজ্জামান কাজল, শেখ রাসেল, সেবা সংঘের তরিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক ওয়াহিদুজ্জামান।