ফ্রান্সের পুলিশ গতকাল শুক্রবার রাতে দেশটির লিয়নের রাস্তায় এক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। ছবি : এএফপি
নিজস্ব প্রতিবেদকঃ
ট্রাফিক আইন ভাঙায় পুলিশের গুলিতে আফ্রিকান কিশোর নিহত হওয়ার প্রতিবাদে উত্তাল ফ্রান্স। কয়েক দিন ধরে দেশটিতে সহিংস বিক্ষোভ চলছে। ইতোমধ্যে ৯৯৪ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এএফপি।
স্থানীয় সময় আজ শনিবার (১ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সহিংসতার টানা চতুর্থ দিন পর্যন্ত ৯৯৪ জনকে গ্রেপ্তার করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সহিংসতা দমাতে ফ্রান্স সরকার হালকা সাঁজোয়া যানসহ প্রায় ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে।
এর আগে, ট্রাফিক আইন ভাঙায় ফ্রান্সে আফ্রিকান এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে। ১৭ বছরের উত্তর আফ্রিকার কিশোরকে প্যারিসের কাছেই হত্যা করা হয়েছে। একটি ট্র্যাফিক সিগন্যালে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। ট্র্যাফিক আইন না মানার কারণে তাকে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্রান্সজুড়ে তীব্র অসন্তোষ চলছে।
দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘটনার প্রতিবাদ করে বলেন, ‘এই ঘটনার কোনো অজুহাত থাকতে পারে না।’ ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।