নিজস্ব প্রতিবেদকঃ
মেধাবী ডিজাইনার ও নতুন প্রজন্মের উদ্যোক্তার ঐন্দ্রিলা ঐত্রি স্পর্শের জন্মদিন আজ। প্রতিটি নারীর স্বপ্ন সে শত বাধা পেরিয়েও সেই স্বপ্নে কে বাস্তবে রূপ দিতে পারে।
ঠিক তেমনি এক আশার আলোর আজ জন্মদিন। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তার নতুন কিছু করার।সে ইচ্ছাটার জায়গা আর মনোবলকে হাতিয়ার বানিয়ে ফ্যাশন ডিজাইন এর প্রতি তার যেন আগ্রহ কোন শেষ নেই। আজ তার অদম্য চেষ্টা ও ডিজাইনিং এর উপর ভালোবাসার ফলে সে আজ একজন সফল নারী উদ্যোক্তা। আজ তার তৈরি সুন্দর পোশাক গুলো অনেকের কাছেই প্রিয়। আজ সেই সাহসী নারী উদ্যোক্তার জন্মদিন।
তিনি বলেন আমি স্বপ্ন দেখেছি সেই স্বপ্নকে বাস্তবায়ন করা জন্য দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছি, জানিনা আমি কতদিন আগাতে পারব সামনে ভালো কিছু আনতে পারব কিনা কিন্তু হ্যাঁ আমি শেষ মুহুর্ত পযন্ত চেষ্টা করবো।তিনি আরো বলেন ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে অসাধ্য কেউ সাধন করা যায়।
পুরুষের কোন অংশেই কম নয় নারী,হ্যাঁ এমন একটা সময় ছিল যখন নারীদেরকে তেমনটা মূল্যায়ন করা হতো না।এখন দিন বদলেছে নারীরা প্রতিটা কর্মস্থানেই পুরুষের মতো নারীরাও আজ সমান অবদান রাখছে।হ্যাঁ আমরা নারীরা কর্মস্থলে যখন কাজ করি তখন পিছনে মানুষ অনেক কথা বলে। সে সকল কথাকে পিছে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই একজন নারীর সফলতা।
আজ সমাজ অনেক উন্নত হয়েছে বদলেছে সমাজের রূপ,বদলেছে নারী পুরুষের ভেদাভেদ,সমাজের সকল নারী হোক নিজ শক্তিতে শক্তিশালী।তেমন এক নারীর জন্মদিন আজ তার জন্য ভালোবাসায় এবং শুভকামনা রইল।