মো:সানাউল্লাহ, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১২ নং আছিম পাটুলী ইউনিয়নে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর-রশিদ কে সংবর্ধনা প্রদান করা হয়। আজ শুক্রবার (07/06/24) বিকেল ৬টায় আছিম পাটুলী ইউনিয়ন আওয়ালীগ অঙ্গ-সহযোগী সংগঠন ও নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আছিম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা দেয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন,এলাকার যে কোন সমস্যার সমাধান আপনাদের সাথে নিয়েই করব।উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামছুল হক মাষ্টারের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ালীগের সভাপতি এড. এমদাদুল হক সেলিমসহ আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে এম শামছুল হূদা, উপজেলা আওয়ালীগের স্ংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, উপজেলা আওয়ালীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আঃ রাজ্জাক দুলাল,আছিম ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও আছিম পাটুলী ফাজিল মাদ্রাসার সভাপতি মো : আনিছুর রহমান প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে আছিম পাটুলী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।