বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের এক শিশুকে জোর করে ধর্ষণের মামলায় ১১বছর পরে দ্বীন ইসলাম (২৭) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ২৩শে আগষ্ট বুধবার দুপুর ৩ টার দিকে শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃহাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এরায় ঘোষণা করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।সাজাপ্রাপ্ত দ্বীন ইসলাম জেলার বোয়ালমারী উপজেলার গুনবাহা গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে। মামলা সূত্রে জানা যায় ২০১২সালের ২৬শে সেপ্টেম্বর দুপুরে বোয়ালমারী উপজেলার গুন বাহা গ্রামের এক শিশুকে ধর্ষণ করে,একই গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে দ্বীন ইসলাম। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা।পর দিন ওই শিশুর মা বোয়ালমারী থানায় এই ঘটনার একটা মামলা করেন। ফরিদপুর শিশু আদালতের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেন শিশুটির মা।মামলার শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামি দ্বীন ইসলামকে ১০ বছরের সাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ এবং মামলার বাদীরা খুশি হয়ে বলেন আমরা ন্যায় বিচার পেয়েছি।