ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভা ও ইফতারের আয়োজন
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মাসিক সভা ও ইফতারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দে। সম্মানীত অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে। সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনির পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আহসান টিটু, সহসভাপতি শেখ জুলফিকার জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ শেখ খাবির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, নির্বাহী সদস্য ফকির দাউদ হায়দার বাবু ও শেখ আজমল হোসেন, সদস্য এমএমসি মেহেদী, এসএ কালাম, সাগর মল্লিক, মো. আজমল হোসেন, কাজী সৌরব হোসেন, হাফিজুর রহমান প্রমূখ। সভা শেষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
০৫/০৪/২০২৪