ফকিরহাট সদর ইউনিয়নে শেখ হেলাল উদ্দিন এমপি মহাদয়ের ঈদ উপহার বিতরণ
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। রোববার বিকেলে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ফকিরহাট সদর ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের এবং দলীয় নেতাকর্মীদের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ বস্র বিতরণ করেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্মল কুমার দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণত সম্পাদক মো. সুমন মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আহসান টিটু, মহিলা আওয়ামী লীগের ফকিরহাট সদর ইউনিয়নের সভাপতি রুমি আক্তার, সাধারণ সম্পাদক উন্নতি সাহা সহ ৯ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।
এসময় ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট স্ব স্ব ওয়ার্ডের উপহার সামগ্রী প্রদান করা হয়। #