ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট সদর এলাকায় ভোর রাতের দিকে আ: গনি মঞ্জিলের একটি ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান মানিক জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর রাতের কোন এক সময় ঘরের তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে। এরপর আলমারি থেকে নগদ ২৫হাজার টাকাসহ স্বর্ণের দুটি রুলি, একটি চেন, একজোড়া কানের দুল, দুইটি আংটি ও দুইটি রুপার চুরি নিয়ে গেছে চক্রটি। এতে তার দেড়লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সময় ঐ ঘরে কেউ ছিলেন না বলে ভুক্তভোগী পরিবার জানান।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে চুরির ঘটনা ও চোর শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #