ফকিরহাট বেতাগা মডেল ইউপিতে স্থানীয় সরকার দিবস পালন
মোঃ হাফিজুর রহমান
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল ইউনিয়ন বেতাগায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মূলঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানিত অতিথি ছিলেন খুবি ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। সহকারী প্রধান শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রাজ্জাক ও সোমা ভট্টাচার্য, নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মুক্তি, বেতাগা ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দাশ, শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমূখ। #