ফকিরহাট বাজারের পুরাতন চান্দিনার অবকাঠামো রেজুলেশন ছাড়াই খুলে নেওয়ার অভিযোগ
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
ফকিরহাট বাজারের পুরাতন মাছের চান্দিনা কোন রেজুলেশন এবং টেন্ডার ছাড়াই ২৭ জানুয়ারী শনিবার সকালে কে বা কাহারা ভেঙ্গে নিয়ে যাচ্ছে সে বিষয়ে অভিযোগ করেন ফকিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক সমিতি। ফকিরহাট বাজার বণিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম ও কোষাধ্যক্ষ মাহমুদ হাসান জানান মাছ বাজারের নতুন চান্দিনা হবে আমরা জানি। তবে পুরাতন চান্দিনা কিভাবে কারা খুলে নিয়ে যাচ্ছে আমরা জানিনা। কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখে দ্রত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিরিনা আক্তার কিসলু জানান বাজারের অবকাঠামগত উন্নয়ন হোক আমি সব সময় চাই। এখানে বাজার পরিচালনার জন্য দুইটি কমিটি রয়েছে আমারা কেউ জানিনা কে বা কাহারা কোন টেন্ডার ছাড়া আমাদেরকে না জানিয়ে স্থাপনা খুলছে আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।
ফকিরহাট থানা ইন্জিনিয়ার আজিজুর রহমান জানান
ফকিরহাট বাজারের পুরাতন চান্দিনা অপসরন করার দায়িত্ব বাজার কমিটির। বাজার কমিটি পুরাতন চান্দিনা ভেঙ্গে নেওয়ার বিষয়ে জানে না বললে সে বিষয়ে তিনি জানান স্থানীয় গ্রুপিং থাকতে পারে সকালে ১০ থেকে ১২ জন আমাকে পুরাতন চান্দিনা ভাঙ্গা হচ্ছে বলে ফোন দিয়েছে।