ফকিরহাট পিলজংগ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা
মোঃ হাফিজুর রহমান :
ফকিরহাটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্ছদা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার পিলজংগ ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ মে) বিকেল ৫টায় পিলজংগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে অত্র ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে উন্নয়ন ও রাজস্ব খাতে মোট ২ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৬৭০টাকার
বাজেট ঘোষনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি সমাারেশ রায় চেীধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
ইউপি সদস্য সঞ্জয় কুমার সুমন। এসময় বিভিন্ন ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।