ফকিরহাট পিলজংগে মহিলা আ,লীগের সম্মেলন অনুষ্ঠিত
মোঃ হাফিজুর রহমান
ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় পিলজংগ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য লিপি রানী হাজরা এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মল্লিকা রানী দাস। প্রধান ব্ক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)।
ইউনিয়ন আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক সঞ্জয় কুমার ধর (সুমন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমরেশ রায় চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মো. কাওসার আলী ফকির, কোষাধ্যক্ষ শেখ সরোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্যা সোমা ভট্টাচার্য, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, এ্যাড. হিটলার গোলদার, মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অত্র ইউনিয়ন মহিলঅ আওয়মী লীগের মর্জিনা বেগমকে সভাপতি ও শিউলী বেগমকে সাধারন সম্পাদক নিবার্চিত করা হয়। #