ফকিরহাট এক গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইন ছিন্তাই
মোঃ হাফিজুর রহমান////
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর প্রকাশ্য দিবালোকে বাসার গেটে গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইন ছিন্তাই।
ঘটনাটি ঘটেছে ২৮/০৫/২৩ তারিখ বিকালে ফকিরহাটের লখপুর এলাকায়। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়। উক্ত গৃহবধূ ফকিরহাট লখপুর এলাকায় একটি বেসরকারি সংস্থায় চাকুরী করেন।প্রতিদিনের ন্যায় অফিস থেকে বাসায় ফেরার পথে, মোটরসাইকেল যোগে তিন যুবক বাড়ির পাশে ওৎ পেতে থাকে।বাসায় প্রবেশের সময়, এক যুবক স্বর্ণের চেইন ছিড়ে নিযে দৌড়ে মটর সাইকেলে উঠে পালিয়ে যায়। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন