ফকিরহাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুল, সম্পাদক আছাবুর
মোঃ হাফিজুর রহমান (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে শেখ সিরাজুল ইসলামকে সভাপতি ও শেখ আছাবুর রহমানকে সাধারন সম্পাদক পদে আগামী তিন বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু। সম্মেলনে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়মী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ আব্দুল বারেক
সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে শেখ সিরাজুল ইসলামকে সভাপতি ও শেখ আছাবুর রহমানকে সাধারন সম্পাদক পদে আগামী তিন বছরের জন্য নির্বাচিত করা হয়েছে। #
ছবির ক্যাপশন: বামপাশে শেখ সিরাজুল ইসলাম- সভাপতি ও ডানপাশে শেখ আছাবুর রহমান- সাধারন সম্পাদক।