মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে মাস্টার মোস্তাফিজুর রহমান সভাপতি ও মোহাম্মদ লাদেন শেখ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী দুই বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাগেরহাট জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম।
পরে নবনিযুক্ত সকল সদস্যকে শপথ পাঠ করান সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমান। শপথ বাক্য পাঠ শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনাঞ্চলের সহ-পরিচালক খান গোলাম রসুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনাঞ্চল টিম সদস্য আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আবুল কাশেম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এর প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির মাওলানা এ,বি,এম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম। আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম। পরে মাস্টার মোস্তাফিজুর রহমান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।