ফকিরহাট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কর্তৃক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ফকিরহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু এবং ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান সহ ফকিরহাট সদর ইউনিয়নের জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু,সাবেক ছাত্রলীগের সভাপতি অমর ঘোষ,সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজ।
১৪ জুন শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পবিত্র সূরা ফাতেহা ও দরুদ পাঠ শেষে '৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, '৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্থাণীয় আলেম উলামা,ফকিরহাট উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন মাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।