ফকিরহাটে_ দুই স্কুলছাত্রী নিখোজ ; সন্দেহের তীর পাচার চক্রকারীদের দিকে,
মোল্লা জাহাঙ্গীর আলম -খুলনা//
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুরের ভবনা গ্রামের দুই কিশোরী স্কুল ছাত্রী গত বৃহস্পতিবার
১৩ই জুলাই ২০২৩ এর সকালে স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
স্কুল শেষে বাড়ী না ফেরায় খোজখবর নেওয়ার এক পর্যায়ে অসমর্থিত সূত্রে জানা গেছে আজ শুক্রবার সকালে ভারত/ বাংলাদেশের শার্শা বর্ডার এলাকায় দেখা গেছে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে যানা গেছে। বর্ডার এলাকায় যদি কোন ব্যক্তি তাদের সন্ধান পান তা হলে ফকিরহাট মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
এলাকা বাসির মন্তব্য তারা কোন পাচার কারীর হাতে পড়েছে।উল্লেখ্য, অত্র এলাকায় ইতি পূর্বে মায়ের কোল থেকে বাচ্চা চুরির ও ঘটনা ঘটেছে যা ব্যাপক আলোড়ন সৃষ্টির পর সেই বাচ্চা গভীর রাতে খুলনা শহর থেকে উদ্ধার হয়।